তোমার কি স্বপ্ন দেখা বারণ

তোমার কি স্বপ্ন দেখা বারণ
তোমার কি দিন কাটে রাতের কথা ভেবে
আকাশের এককোন এ ধ্রবতারা
তুমিও কি পথ চলো পা মেপে
তোমার কি কথা বলা বারণ
তোমার কি শব্দ কেড়েছে লোকে
মিথ্যের প্রাচীরে আলাদা আমরা
নতুন স্বপ্ন ফুটুক তোমার চোখে
তোমার কি খেলতে যাওয়া বারণ
পৃথিবী আজ অসুস্থ ভাইরাস-এ
যারা অলীক নিয়ম বানায়
তারাও আজ বন্দি চারপাশে
তুমি ভুল করেছো অনেক আমিও তো মিথ্যে বলেছি
একুইরিয়াম-এ মাছ রাখলে তাকে যদি বন্দি করা হয় তাহলে আমিও পাপ করেছি

Copyright ©ANNAPURNA CHAKRABORTY, All Rights Reserved

Leave a comment